ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে গত দুই সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থান লক্ষ্য করে চালানো তুর্কি বিমান হামলায় ৪০০ পিকেকে সদস্য নিহত হয়েছে।
রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৪ জন পিকেকে নেতা এবং ৩০ জন বিদ্রোহী নারী যোদ্ধা রয়েছে।
আনাতোলি সাধারণত তাদের তথ্যের জন্য নিরাপত্তা ও তুর্কি গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নির্ভর করে।
তুরস্কের অভ্যন্তর বেশ কয়েকটি হামলার পর দেশটি গত মাসে সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএস গ্রুপ ও পিকেকে যোদ্ধাদের দ্বিমুখী ‘সন্ত্রাস বিরোধী’ আক্রমণ শুরু করে।
তবে এ পর্যন্ত কুর্দি বিদ্রোহীদের ওপরই বেশি হামলা অর্থাৎ কয়েক ডজন বিমান হামলা চালানো হয়েছে। অপরদিকে আইএস বিরুদ্ধে মাত্র তিনটি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে পিকেকে তুরস্কের ওপর তাদের হামলা বাড়িয়ে দিয়েছে। তারা নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্যকে হত্যা করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান