ঢাকা : ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনায় তার স্ত্রী আশা মনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শুক্রবার মধ্যরাতে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। মামলা নং-১১।
খিলগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন খান মামলাটির তদন্ত ভার পেয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজের আজানের কিছুক্ষণ পর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও শ্যালিকা নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এ সক্রিয় কর্মী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান