ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ দুই সন্ত্রাসী হলো, ইউনুস (৫০) ও জমির (৩৫)। গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশই তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, ইউসুন ও জমিরের কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মোক্তার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ধলপুড় বাদল সরকারের গলিতে ডিউটি করার সময় সন্দেহ হলে কয়েকজনের দেহ তল্লাশী করা হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ইউনুস ও জমির গুলিবিদ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ।