ডেস্ক : ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলের হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিলয়ের হত্যাকারীদের কাপুরুষ উল্লেখ করে তার পরিবারে প্রতি সহানুভূতি জানিয়েছে দেশটি।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষের মতো লেখক-ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় কে হত্যায় যুক্তরাষ্ট্র নিন্দা প্রকাশ করছে। এ ঘটনায় আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। বাংলাদেশি জনগণের প্রতি আমাদের সমর্থন রয়েছে।’
জঘন্য এই ঘটনা আবারো জানান দিল যে সহিংস চরমপন্থীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একত্রে কাজ কার উচিত। আমরা ওই সব বাংলাদেশির সঙ্গে আছি যারা বাক স্বাধীনতা পক্ষে কথা বলে এবং কাজ করে।’
শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় নিজের বাসায় ঢুকে দুর্বৃত্তরা ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলকে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও অ্যামনেন্টি ইন্টারন্যাশাল।