বরগুনা : বরগুনার লালদিয়ার চর এলাকা থেকে পাচার হওয়ার সময় সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
শনিবার সকাল ৭ টার দিকে বিশখালির নদীর মোহনা থেকে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশনাল স্টাফ অফিসার লে. আরিফ হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার বিশখালি নদীর মোহনার লালদিয়ার চর এলাকা থেকে পাচার হওয়ার সময় ধাওয়া করে একটি ট্রলারসহ ৮০০সিএফটি সুন্দরী কাঠ আটক করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃত কাঠ পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান