চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর ও আন্দুলবাড়িয়া থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল মদসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, সেলিম (২৫), বিপুল (২০) ও হাবিবুর রহমান (৩৫)।
বিজিবি জানায়, শনিবার সকাল ৭ টায় দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক হাজী আব্দুল হান্নান শিংনগর সীমান্ত থেকে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে সেলিম ও মৃত মিজানুর রহমানের ছেলে বিপুল কে ৭০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল ভারতীয় মদ সহ আটক করে।
এর আগে, ভোর ৫ টার দিকে রাজাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে আন্দুলবাড়িয়া এলাকা থেকে উপজেলার মাধবখালি গ্রামের মৃত আফসার আলীর ছেলে হাবিবুর রহমানকে ১৭০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
তাদেরকে সকাল ৯ টার দিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান