বাংলার খবর২৪.কম: গত মৌসুমে আর্সেনালে নাম লেখানোর সময়টা মনে করিয়ে দিয়ে ওজিল বলেছেন, ‘রিয়াল থেকে আর্সেনালে আসার সময়টা খুব বাজে ফর্মে ছিলাম। কিন্তু আর্সেনালের জার্সি গায়ে খুব দ্রুতই নিজেকে ফিরে পেয়েছি। দেশের হয়েও নিজেকে উজাড় করে দিয়েছি। বিশ্বকাপ বাছাইপর্বে আট গোল করে দলকে বিশ্বকাপে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। বিশ্বকাপ খেলে শিরোপার স্বাদও নিয়েছি। এই মুহূর্তে আমার ফর্ম নিয়ে যেসব কথা হচ্ছে, ব্যাপারটা আমাকে যথেষ্টই দুঃখ দিয়েছে।’
বিশ্বকাপের ফর্মটা ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের পক্ষে অনুপস্থিত—মেসুত ওজিলকে নিয়ে এমন সমালোচনাটা যথেষ্টই ডালপালা গজিয়েছে। কিন্তু এই জার্মান ফুটবল তারকা মনে করেন তাঁকে নিয়ে গণমাধ্যমের অতি-সমালোচনাটা একটু বাড়াবাড়িই। একই সঙ্গে তিনি কোনো রাখঢাকা না রেখেই বলেছেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ‘১০ নম্বর’ তিনিই।
আর্সেনালকে এই মৌসুমে চ্যাম্পিয়ন করাতে চান ওজিল। চ্যাম্পিয়নস লিগেও তাঁর দল ভালোই খেলবে বলে প্রত্যাশা তাঁর, ‘আর্সেনাল খুব ভালো দল। চ্যাম্পিয়ন হওয়ার মতোই। দলটির দিকে তাকিয়ে দেখুন আলেক্সিজ সানচেজ, জ্যাক উইলশেয়ার, অ্যারন রামসি, থিও ওয়ালকট, আমি—কোন জায়গায় সমস্যা। এই দল নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস লিগে অনেক দূরই যাবে। লিগ নিয়ে তো আমি যথেষ্টই আশাবাদী।’ সূত্র: রয়টার্স
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান