ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে একটি ইরানি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
তুরস্কের এরজুরুম শহরে নিয়োজিত ইরানের কনসাল জেনারেল হোসেইন কাসেমির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তি মারা গেছেন তবে তিনি কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায় নি।
ইরনার রিপোর্টে বলা হয়েছে, এরজুরুম শহরে ইরানের কন্স্যুলেট অফিস বিষয়টি তদন্ত করে দেখছে। তবে, এ পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।
এদিকে, তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু দাবি করেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে।
সংস্থাটি জানায়, হামলায় একজন ইরানি নাগরিক ও তুরস্কের একজন সার্জেন্ট নিহত হয়েছেন। বাসটি দোগুবায়েজিদ থেকে ভান প্রদেশের কালড্রিয়ান শহরে যাচ্ছিল।
আনাদোলু দাবি করছে, পিকেকে গেরিলারা রাস্তা অবরোধ করে কয়েকটি ট্রাকে গুলি চালায়। এ সময় পাশ কাটিয়ে যাওয়া ইরানি বাসেও গুলি লাগে। এ অবস্থায় তুর্কি স্পেশাল ফোর্স ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং সেখানে গেরিলাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। এ লড়াইয়ে তুর্কি সার্জেন্ট নিহত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান