ফারুক আহমেদ সুজন : ০৬ আগস্ট, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকার উত্তর সার্কেল মিরপুর অফিস চত্বরে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত-৪। আদালত হাতেনাতে -০৭ দালালকে আটক করে ০৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন । অভিযান চালিয়ে দালাল চক্রের ০৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিআরটিএ মিরপুর অফিস চত্বরে ও এর আশপাশের এলাকায় ছদ্ম বেশে দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে প্রায় ০৭ জনকে আটক করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। এর আগে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে গাড়ির ফিটনেস না থাকায় ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৪টি মামলা করে -১৬৫০০/টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
মিরপুর বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ দালাল আটক ৩ জনের জেল
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
- ১৫৯৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ