সিলেট : সিলেট নগরীর সাগরদিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রবি, টেলিটক, গ্রামীণফোন এয়ারটেল ও বাংলালিংক কোম্পানির ১১ হাজার ৭শ’ ৬৩টি সিম কার্ড উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর পশ্চিম সাগরদিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় র্যাব-৯ এর (সিলেট ক্যাম্প) মেজর মো. হুমায়ন কবিরের নেতৃত্বে নগরীর পশ্চিম সাগরদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮৫টি এয়ারটেল, ৩ হাজার ৭শ’ ১০টি রবি, ১ হাজার ২শ’ ৯০টি টেলিটক, ১ হাজার ৫শ’ ১০টি গ্রামীণফোন ও ১শ’ ৬৮টি বাংলালিংক কোম্পানির সিম কার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রাত সোয়া ১০টার দিকে র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ফোন কোম্পানীর এসব সিম উদ্ধার বিষয় নিশ্চিত করেছেন।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান