ডেস্ক: ভারত মহাসাগরে বিধ্বস্ত মালেশিয়ান এয়ারলাইন্স বিমানের ধ্বংসস্তুপ থেকে সিটের বালিশ, জানালার কাচ ও অ্যালুমিনিয়ামের কিছু ধাতব বস্তু খুঁজে পাওয়া গেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী তিওং লাই এ তথ্য জানিয়েছেন।
পরিবহনমন্ত্রী তিওং লাই এএফপিকে বলেন, ‘আমরা জানালার কাচ, অ্যালুমিনিয়ামের কিছু ধাতব বস্তু খুঁজে পেয়েছি।’ পরে তিনি ওই বিমানের ধ্বংসাবশেষের কথা বলেছেন বলেই নিশ্চিত করেন। তবে এ জিনিসগুলো আসলেই এমএইচ৩৭০ এর ধ্বংসাবশেষ কি না, তা এখনো যাচাই করা হয়নি বলেও জানান তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজ প্রায় ১৭ মাসের দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ঘোষণা দেন যে, ধ্বংসপ্রাপ্ত বিমানটির কিছু ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইনের ওই বিমানটি বিধ্বস্ত হয়। এর পর ব্যাপক অনুসন্ধান চালিয়েও বিমানটির কোনো খোঁজ না পাওয়ায় বিমান চলাচলের ইতিহাসে এক বিশাল রহস্যের সৃষ্টি হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান