ঢাকা : স্বপ্নের ক্রিকেটে বিরতির পর ছুটিতে বাড়ি যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ‘কার্টার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।
শনিবার (৮ আগস্ট) ছুটি কাটাতে সাতক্ষীরার তেতুলিয়ায় গ্রামের বাড়িতে যাবেন তিনি। পুরো ছুটিটাই পরিবারের সঙ্গে কাটাবেন কার্টার মাস্টার।
গত ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দিয়ে অভিষেক হয় পেসার মুস্তাফিজুর রহমানের। এরপর টানা তিন মাস। সিরিজের পর সিরিজ; টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট। সব ফরম্যাটের খেলাই চলছিল অবিরাম। এই বিরতিহীন ক্রিকেট আপাতদৃষ্টিতে ‘ধকল’ মনে হলেও তার জন্য স্বপ্নেরই ছিল।
অভিষেকের পর সাফল্যের ডানায় যোগ করেছেন একের পর এক ‘রেকর্ড পালক’। জায়গা করে নিয়েছেন ক্রিকেটবিশ্বের সমাদৃত তারকাদের আসনেও।
এবারের বাড়ি ফেরাটা মুস্তাফিজের জন্য বিশেষ কিছু। তিন মাস আগে মুস্তাফিজ কেবল সাতক্ষীরার ছেলে থাকলেও এবার বাংলাদেশের গর্ব হয়ে তেতুলিয়ায় পা রাখছেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান