রংপুর : রংপুরে রতন নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে বন্দে আলী নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এ আদেশ দেন।এ বিষয়ে পিপি ফারুখ মো. রিয়াজুল করিম নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কুড়িবিষ্যা বাঁশবাড়ি গ্রামের বলরামের ছেলে রতনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বন্দে আলী। এরপর লাশটি জমির ধারে ফেলে দেয়। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর রতনের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বন্দে আলীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি ফারুখ মো. রিয়াজুল করিম।