ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার একটি গণমাধ্যমের সাংবাদিক তার স্বাস্থের খোঁজ-খবর নিতে টেলিফোন করলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আমার চিকিৎসা চলছে। দেশবাসীসহ দলের সব স্তরের নেতা-কর্মী-সমর্থকের কাছে আমি দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে মানুষের জন্য কাজ করতে পারি।
ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকে আক্রান্ত মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত ২৭ জুলাই সিঙ্গাপুর যান। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
মির্জা ফখরুল নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, আমার ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারির যে জায়গায় ব্লক সৃষ্টি হয়েছে, এটা খুবই জটিল। আমি তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছি। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। ওইসব পরীক্ষার রিপোর্টগুলো তারা পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। এখনো আরো কয়েকটি রিপোর্ট বাকী আছে।
অস্ত্রোপচার করতে হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ক্যারোটিভ আর্টারির ব্লক অপসারণে অস্ত্রোপচার খুবই জটিল একটি সার্জারি। এটা যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়ার বিশেষায়িত কয়েকটি হাপাতালেই হয়ে থাকে। চিকিৎসকরা এখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করছেন।
মির্জা ফখরুল জানান, সিঙ্গাপুরে এসেই ২৮ জুলাই ইকোনো হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু’কে দেখেয়েছি। তিনি কিছু পরীক্ষাও দিয়েছেন, যা ইতোমধ্যে শেষ হয়েছে।
তিনি জানান, ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টিারিতে ব্লক ছাড়াও তার হৃদপিন্ডেও ব্লক রয়েছে। আছে আইবিএস সমস্যা।
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা বিশেষ করে দলের নেতা-কর্মীরা টেলিফোনে তার খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান তিনি। সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সাথে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন।