বাংলার খবর২৪.কম : নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাবের আরো তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। শনিবার দুপুরে পৃথকভাবে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন তারা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ আলোচিত সাত হত্যার ঘটনায় সর্বশেষ বুধবার র্যাবের আরো পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সিনিয়র ল্যান্স নায়েক হিরা মিয়া, নায়েক আবু তৈয়ব ও হাবিলদার এমদাদুল হক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছেন।
এর আগে গত ২৭ আগস্ট তাদের গ্রেফতারের পর এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের দ্বিতীয় দিনে শনিবার র্যাবের তিন সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
অন্যদিকে মামলার তদন্তের সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানান পুলিশ সুপার ড.খন্দকার মহিদউদ্দিন। ইতিমধ্যে আদালতে ১৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে পাঁচজন স্বীকারোক্তিমূলক এবং বাকী ১২ জন স্বাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান