ডেস্ক: বসত ঘরে বসে টিভি দেখছে চিতাবাঘ৷ এমন ঘটনা কখনও কি কেউ শুনেছেন? শুনতে অবাক লাগলেও এটা কিন্তু আজগুবি গল্প নয়৷ একটি বাড়িতে ঢুকে রীতিমত টিভির সামনে বসে পড়ল চিতাবাঘ৷ দিল্লিতে এমনই এক ঘটনা ঘটেছে।
দিল্লির এক বাসিন্দা বিমলা দেবীর ঘরে আচমকাই হানা দেয় একটি চিতাবাঘ৷ওই সময় বিমলা দেবী ও তার ছেলে টিভি দেখছিলেন৷ বন্ধ দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাঘটি৷ প্রাণে বাঁচতে অন্য দরজা দিয়ে কৌশলে ঘর থেকে বেরিয়ে পড়েন বিমলা দেবী ও তার ছেলে৷ বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তারা৷ সময় নষ্ট না করে সঙ্গেসঙ্গে থানায় খবর দেন তারা৷ খবর পেয়েই কিছুক্ষণের মধ্যেই বিমলা দেবীর বাড়িতে হাজির হয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা৷ তারা এসে দেখেন চিতা বাঘটি চুপ করে খাটের ওপর শুয়ে টিভি দেখছে৷ বন দফতরের কর্মীরা এরপর ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে, বাঘটিকে নিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান