বাংলার খবর২৪.কম : রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় হাজার নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান মিনুর ওপর ক্ষোভ থেকে নেতাকর্মীরা এ ঘোষণা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পদত্যাগের ঘোষণা দেওয়া একাধিক নেতা জানিয়েছেন, পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন প্রায় দেড় হাজার নেতাকর্মী। শিগগিরই কেন্দ্রীয় কমিটির কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত সোমবার রাতে মহানগর বিএনপির ৭০ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া এক নেতা হলেন মহানগর বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি তাজউদ্দীন আহমেদ সেন্টু।
তার অভিযোগ, মিজানুর রহমান মিনু একক সিদ্ধান্তে অগণতান্ত্রিক পদ্ধতিতে মহানগর বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের কমিটি গঠন করেছেন। মিনু তার তল্পিবাহক দের নিয়ে যুব মৈত্রী ও যুবলীগ থেকে সদ্য বিএনপির সদস্য হওয়া ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি বানিয়েছেন।
প্রবীণ সদস্য ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আনসার মণ্ডল বলেন, ‘দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মিনু মূল্যায়ন করেননি। মাঠে থাকেনা, অন্যদল থেকে আসা এমন ব্যক্তিদের দলের নেতা বানানো হয়েছে।’
এই ক্ষোভ থেকেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলেও জানান আনসার মণ্ডল।
৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম বলেন, মিনু যেভাবে দল চালাচ্ছেন তাতে বিএনপিতে থাকা সম্ভব নয়। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে তিনি নিজের মতো করে পকেট কমিটি বানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু জানান, মহানগর বিএনপিকে শক্তিশালী করতে নতুন এ কমিটি কেন্দ্র গঠন করেছে। দলের ত্যাগী নেতাদের বিএনপিতে পদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি কাউকে কোণঠাসা করতে কমিটি করিনি।’
শিরোনাম :
রাজশাহী বিএনপির আরো নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪
- ১৭০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ