ঢাকা : রেলওয়ে, যোগাযোগ, অবকাঠামো এবং অন্যান্য খাতের প্রকল্পের জন্য বাংলাদেশকে দেয়া ১ বিলিয়ন মার্কিন ডলারের নমনীয় ঋণের (এল ও সি) পরিমাণ বাড়িয়েছে ভারত।
এরমধ্যে ২০ কোটি মার্কিন ডলার অনুদানে রূপান্তর করা হয় এবং এই অর্থের পুরোটাই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
ভারতীয় হাইকমিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
এতে বলা হয়, পরবর্তী আলোচনার ভিত্তিতে নয়াদিল্লী ও ঢাকা অবশিষ্ট ৮০ কোটি ডলারের ঋণ সীমা বাড়িয়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে।
খুলনা-মংলা ও কুলাউড়া-সাহবাজপুর রেলওয়ে লাইন প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ঋণ সীমা বাড়ানো হয়েছে।
এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের ইআরডি প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে এবং প্রথম ঋণের অবশিষ্ট ৮০ কোটি ডলার বাড়িয়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার করার দ্বিতীয় এ্যামেনডাটরি চুক্তিতে স্বাক্ষর করেছে।
১০০ কোটি ডলারের ঋণে ১৪টির বেশী প্রকল্প বাস্তবায়িত হবে।
২০১০ সালের ৭ আগস্ট ঢাকায় ভারতের তখনকার অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভুইয়া এবং ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রঙ্গনাথন নিজ নিজ পক্ষে এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান