ডেস্ক: আফগানিস্তানে সেনা অভিযানে অন্তত ৮৮ তালেবান বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন প্রদেশে ওই অভিযান চালানো হয় বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওই বিবৃতির বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির নাঙ্গারহার, লাঘমান, পারওয়ান, তাকহার, কুন্দুজ, ফারিয়াব, সার-ই-পল, বালখ, জাবুল, অরুজগান, মাইদান ওয়ারদাক, গজনী, খোস্ট, পাকটিয়া ও হেলমান্দ প্রদেশে অভিযান চালালে ওইসব বিদ্রোহী নিহত হয়। এছাড়া ১৬ বিদ্রোহী আহত হয়।
অভিযানে নিরাপত্তাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে। তাছাড়া তালেবানদের পক্ষ থেকেও ওই বিবৃতির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।