জাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে প্রশাসনের কাছে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আটককৃত শিক্ষার্থীর নাম শামসুল আলম বাবু। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪১ তম ব্যাচের ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর একটি জাতীয় দৈনিকে লিখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতু। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ ওই লেখাটি ফেসবুকে শেয়ার করেন। মুরশিদের শেয়ার করা ওই লেখায় বাবু (করিম মামু) মন্তব্য করেন, ‘ভাই ভালো লিখছেন। বইটা পড়েছি। একটা সমস্যা হলো। শেখ হাসিনা এমন কোন ভালো মানুষ হয় নাই যে তার কাছে আল্লাহর অভয় বাণী আসবে’।
পরে বুধবার বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান ও সহ সভাপতি আল আমিন সেতু তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়। সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান বলেন, ‘মো. করিম মামু নামের ফেসবুক আইডি থেকে কটূক্তি করে বাবু। পরে তার আইডির মিউচুয়াল ফ্রেন্ডের সহায়তায় তাকে সনাক্ত করা হয়। ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল শীর্ষ নিউজকে বলেন, ‘কটূক্তিকারীকে প্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রশাসন নিবে’। অভিযুক্ত শিক্ষার্থী শামসুল আলম বাবু বলেন, ‘ধর্মীয় দৃষ্টিকোন থেকে আমি না বুঝে ফেসবুকে মন্তব্য করে ছিলাম। আমি লজ্জিত,আমি ক্ষমা চাই’।
প্রক্টর অধ্যাপক তপন কুমার বলেন, কটূক্তিকারী শিক্ষার্থীর লেখা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাকে পুলিশে দেয়া হতে পারে বলেও জানান তিনি।