নোয়াখালী : টানা ২০ দিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলে নোয়াখালীর ৯টি উপজেলার নদ-নদির পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় এ পর্যন্ত জেলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্ধি হয়ে রয়েছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যার পানিতে জেলা শহর মাইজদী, দত্তের হাট, লক্ষীনারায়পুর, বেগমগঞ্জ উপজেলার দূর্গপুর, কুতুবপুর, নরোত্তমপুর, মিরওয়ারিশপুর, হাতিয়ার নিঝুমদ্বীপ, সুখচর, সেনবাগ উপজেলা সদর, ছাতারপাইয়া, ছিলাদি, চাটখিলের জয়নারায়নপুর, বদলকোর্ট, কোম্পানীগঞ্জের মুছাপুর, সিরাজপুর, সোনাইমুড়ীর অম্বরনগর, ওয়াছেকপুর, নাটেশ্বর, কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়ন ও সুবর্নচর উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি। ভেসে গেছে শত শত মাছের খামার। বিদ্যুতহীন রয়েছে অধিকাংশ এলাকা। গ্রামের ফাকা ও কাঁচা রাস্তাগুলো পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়ায় অনেক এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাছাড়া ভারী বর্ষণে শত শত একর শাক সবজি ক্ষেত, নার্সারিসহ যাবতীয় রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা জনিত কারণে জেলায় গত ১৮ দিনে নারি ও শিশুসহ ১০ জন নিহত হয়।
গত ৪ আগস্ট বেগমগঞ্জে উপজেলার জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে তামজিদ ইসলাম রেহান(৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার গনু বলি ব্যাপারী বাড়ির মো. সহিদুল ইসলাম সুমনের ছেলে। গত ৩ আগষ্ট বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খন্দকার বাড়ির পাশে বন্যার পানির ঢেউয়ে নৌকা ডুবে শারেজাহান(৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। সে ওই এলাকার মৃত মো. মোস্তফার স্ত্রী। গত ২ আগষ্ট ভারী বর্ষণের সময় চাটখিল পৌর এলাকার দৌলতপুর গ্রামে সড়কের পাশে বন্যার পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে রাজিব(২৫) নামের এক পথচারি নিহত হয়। গত ৩১ জুলাই মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকার করালিয়ায় মো. সেলিম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত মো. সেলিম ওই ওয়ার্ডের আলতাফ আলী মেস্ত্রী বাড়ির মো. মিলন মিয়ার ছেলে। একই দিন জুলাই সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির মজিলখিল গ্রামে বন্যার পানিতে ডুবে তাসলিমা আক্তার(২) এক শিশুর মৃত্যু হয়। শিশুটি ওই গ্রামের ব্যবসায়ী সোহাগ মেয়ে। একই দিন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাইনগর এলাকায় বাস চাপায় মো. রাশেদ (১১) নামের এক শিশু নিহত হয়। নিহত মো. রাশেদ বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। রাস্তায় বন্যার পানি থাকায় ড্রাইভার ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। গত ৩০ জুলাই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে আসার সময় তানজিনা আক্তার(৭ দিন) বয়সের এক শিশুর মৃত্যু হয়। নিহত তানজিনা আক্তার সোনাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আাজমীর হোসেনের কন্যা। গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরএলাহী রোডের স্টিল ব্রিজ সংলগ্ন রাস্তায় চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল হোসেন (২৮) নামের এক সিএনজি অটোরিকশা চালক গাছের চাপা পড়ে নিহত হয়। বন্যার পানির কারণ গাছের গোড়ায় মাটি সরে যাওয়ায় গাছটি উপড়ে পড়ে। গত ১৯ জুলাই চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের প্রতিশ গ্রামে পানিতে ডুবে নাঈমা (৮) ও মো. রাফি (৩) নামের দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত নাঈমা ও মো. রাফি ওই গ্রামের সৌদি প্রবাসী হারুন উর রশিদের সন্তান। এদিকে বন্যা দূর্গতদের দুর্দশা দিন দিন বাড়ছে। বিভিন্ন স্থানে পানি বাহিত রোগ দেখা দিয়েছে। দ্রুত নোয়াখালীকে দূর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে এলাকাবাসী।
নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জানান, আমি বিভিন্ন দূর্গত এলাকায় ঘুরছি। খোঁজ খবর নিচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বক্ষণিক পরিস্থিতি জানানো হচ্ছে। নোয়াখালীকে দূর্গত এলাকা ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, দূর্গত এলাকা ঘোষণা করবে সরকার। দ্রুত ত্রাণ সামগ্রী ছেয়ে আমরা পত্র পাঠিয়েছি মন্ত্রণালয়ে।
এদিকে নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ বলেন, আমি আমার নির্বাচনী এলাকার অনেক জায়গায় ঘুরেছি। অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। রাস্তাÑঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে সহযোগীতার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগেও বন্যার্তদের ত্রাণ সামগ্রী দিচ্ছি। দলমত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান