সাতক্ষীরা : জেলার তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে বাক প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। এদিকে, বুধবার সকালে তালা থানা পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে নির্যাতনের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে।
গৃহবধূর স্বামী জানান, বসত বাড়ির জমি না থাকায় দীর্ঘদিন ধরে তিনি তালা উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে কপোতাক্ষ নদের ভেড়ি বাঁধের উপর আশ্রয় নিয়ে বসবাস করেন। সোমবার সারাদিন তিনি ভ্যান চালাতে বাইরে যান। এই সুযোগে হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মো. লুৎফর রহমান শেখের লম্পট ছেলে ১ সন্তানের জনক যুবলীগ কর্মী সোহেল শেখ (২৫) তাদের আশ্রয় কেন্দ্রে প্রবেশ করে। বিকালে তার বাক প্রতিবন্ধি স্ত্রীকে ফাঁকা পেয়ে ওই আশ্রয় কেন্দ্রের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষনের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে মঙ্গলবার রাতে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং : ০২/০৪.০৮.১৫ ইং। মামলার আসামী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর চেষ্টা চলছে। এদিকে, দলিত সম্প্রদায়ের এই নারীকে আইনগতসহ সকল প্রকার সহযোগীতা প্রদানে এগিয়ে এসেছে, তালার বেসরকারি মানবাধিকার সংগঠন পরিত্রান।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান