বাংলার খবর২৪.কম: বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আটক হন মাহমুদা খাতুন (৫০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৩২)। ফারুকী হত্যাকাণ্ডে জড়িত বলে তাদের সন্দেহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর থেকেই ওই নারীকে খোঁজা হচ্ছিল।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁ বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সমকালকে জানান, সকাল ১০টার দিকে রূপগঞ্জের মুরাপাড়া নামক স্থান থেকে শরিফুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আটক করা হয় মাহমুদাকে। হত্যাকাণ্ডের দিন ফারুকীর পূর্বরাজাবাজারের বাসায় গিয়েছিলেন ওই নারী।
তিনি জানান, গোয়েন্দা পুলিশ রুপগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই দুইজনকে আটক করে। তাকে ঢাকায় আনা হচ্ছে।
বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসার দোতলায় ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আট-নয়জনকে আসামি করে হত্যা ও ডাকাতির মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ফারুকী হত্যাকাণ্ডের ব্যাপারে শুক্রবার পর্যন্ত প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজন ধর্মীয় উগ্রপন্থিরাও রয়েছেন।
এদিকে শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়ে রেখেছে ইসলামী ছাত্রসেনা।
সেই রহস্যময় নারী : বুধবার রাতে হত্যাকাণ্ডের আগে বিকেলে অপরিচ্ছন্ন শাড়ি পরা এক নারী ফারুকীর বাসায় যান। তিনি এ সময় নিজেকে ফারুকীর ভক্ত বলে পরিচয় দেন। তার নাম আসমা বলেও জানান।
নিহতের স্বজন ও ভক্তরা বলছেন, তারা আগে কখনও ওই নারীকে দেখেননি। তিনি ফারুকীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন এবং রাতে ওই বাসায় থাকতে চান। তবে বাইরের কারও থাকার ব্যাপারে বাসার মালিকের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান ফারুকী।
পরে ওই নারী বোরকা পরে চলে যান। তার বক্তব্য ও আচরণে অনেক অসংলগ্নতা ছিল। রহস্যজনকভাবে তার আসা ও চলে যাওয়ার কিছু সময় পর হত্যাকাণ্ড ঘটায় ওই নারীর ব্যাপারে স্বজন-ভক্তদের মনে সন্দেহের সৃষ্টি হয়।
শিরোনাম :
ফারুকী হত্যায় ‘সেই নারী’ সহ আটক ২
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪
- ১৭৩২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ