ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার স্কুল রোডে বিভিন্ন লাইব্রেরিতে ভূয়া ম্যাজিস্টেট পরিচয়ে পরিদর্শন করে জরিমানা করার সময় সন্দেহ জনকভাবে স্থানীয় লোকজন এক ম্যাজিস্টেট ও তার ৭ সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পরে ভূয়া প্রমাণিত হওয়ায় তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শের মাহবুব মুরাদ তাদের ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বুধবার বিকেলে উপজেলার স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূয়া ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম শহীদ, তার সহযোগী সাইফুল ইসলাম, রোকনোজ্জামান, ফরহাদ হোসেন, সাইদুর রহমান, সাইদ মাহবুব হাসান, কবির ও গাড়ি চালক জাহাঙ্গীর। তাদের বাড়ি ঢাকা ও কুমিল্লা জেলায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান