ভোলা: শিক্ষককে লাঞ্ছনাকারী এক সুদ ব্যবসায়ী ও তার সহযোগিদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে ভোলার দৌলতখান উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে এক ছাত্রের পিতা কর্তৃক প্রকাশ্যে শিক্ষককে লঞ্ছিত করা ও হামলার চেষ্টা করায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
গত ৩ আগস্ট সোমবার ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে উপজেলার বড়ধলী আহম্মদীয়া সিনিয়র মাদ্রাসায়। প্রত্যক্ষদর্শী ওই মাদ্রাসার একজন শিক্ষক জানিয়েছেন- ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে (দাখিল) অধ্যয়নরত নাইম নামের এক শিক্ষার্থী (যার ক্লাস রোল-২) খুবই ভালো ছাত্র ছিলেন। কিন্তু সম্প্রতি একই প্রতিষ্ঠানের একজন ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ক্রমেই সে লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠেন। এবং সব শেষ অংশ নেয়া পরীক্ষায় ওই শিক্ষার্থী প্রায় সব বিষয়েই ফেল করেন।
ওই শিক্ষক আরও জানান, অভিভাবকের দ্বারা লাঞ্ছিত হওয়ায় ওই শিক্ষকের নাম মাওলানা শহীদুল ইসলাম। নাইম তার প্রিয় ছাত্র হওয়ায় অকালে পথহারা হয়ে যাওয়া থেকে বাঁচাতে ঘটনার দিন ছাত্রকে ডেকে ভালোভাবে লেখা পড়ার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে এই বয়সে প্রেম-ভালোবাসায় না জড়িয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এবং পরের দিন থেকে নিয়মিত ক্লাসে অংশ নিয়ে ভালো ফলাফলের জন্যও তাগিদ দেন শহীদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী আরেক শিক্ষক জানান, শিক্ষক শহীদুল ইসলাম ছাত্র নাইমের হাতের তালুতে লাঠি দিয়ে তিনবার আঘাতও (মৃদু) করেন। এতে ওই ছাত্রের হাতে কোনো ক্ষতচিহ্ন সৃষ্টি হয়নি। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া একজন শিক্ষক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালায়।
ছাত্র নাইমের পিতা বাবুল মীরকে (সুদ ব্যবসায়ী) শিক্ষক শহীদুল ইসলামের উপর চড়াও হতে উদ্বুদ্ধ করেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। ফলে মোবাইল ফোনে সংবাদ পেয়ে বাবুল মীর মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে ওই শিক্ষক শহীদুল ইসলামের উপর হামলা চালানোর চেষ্টা করে। বাবুল মীর নিজ পায়ের জুতা খুলে শিক্ষককে মারতে চেষ্টা করে। উপস্থিত অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের বাঁধায় তা সম্ভব হয়নি।
এ ঘটনার পরপরই ওই মাদ্রাসার শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং তাদের প্রিয় শিক্ষককে লাঞ্ছিত করার বিচার দাবি করেন। এরপরও সন্ত্রাসী আচরণকারী বাবুল মীরের বিচার না করে উল্টো ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে একটি পক্ষ।
ওই প্রতিষ্ঠানের একাধিক সিনিয়র শিক্ষার্থী এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসে একজন শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার পর যদি ওই ঘটনার সঠিক বিচার না হয় তাহলে ভবিষ্যতে এ মহান পেশায় নিয়োজিত হতে মেধাবীরা আগ্রহ হারাবে। ফলে শিক্ষার মান ক্রমেই পিছিয়ে পড়বে। শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রয়োজনে লাগাতার ধর্মঘট করার পক্ষে রয়েছেন শিক্ষার্থীরা।
ওই প্রতিষ্ঠানের অন্য এক ছাত্রের অভিভাবক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন শিক্ষককে অপমান করা হলে নতুন প্রজন্ম বিপদগামী হয়ে পড়ার আশঙ্কা দেখে দেবে। কেউ যদি নিজের সন্তানকে নিয়ন্ত্রণ না করে উল্টো শিক্ষকের উপর চড়াও হন তাহলে ওই সন্তানের জন্য সেটি ভালো খবর নয়।