সৌরভ পাটোয়ারী, ০৪ আগষ্ট: ফেনীতে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ভারতীয় রুপি, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মো. জসিম উদ্দিন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর পাহাড়তলী থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যা¤েপর পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে র্যাব আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর পাহাড়তলী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি বাড়ি থেকে ১৮০ রুপি ভারতীয় মুদ্রা, ১৯৭টি ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা ও মাদক বিক্রীর নগদ ২১ হাজার টাকাসহ নাদু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিনকে আটক করে।
র্যাব জানায়, আটককৃত জসিম উদ্দিন একজন চিহৃত মাদক ব্যবসায়ী। সে ধর্মপুরের ভারতীয় সীমান্ত দিয়ে নিয়মিত মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। র্যাব ইতিপূর্বে (২০১৩ সালের ৬ সেপ্টেম্বর) তাকে মাদকসহ গ্রেপ্তার করেছিলো। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ও ভারতীয় রুপি উদ্ধারের ঘটনায় র্যাব আসামী জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে ।
শিরোনাম :
ফেনীতে ভারতীয় রুপি, ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫
- ১৫০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ