ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের হারদায় কামায়ানি এক্সপ্রেস ও জনতা এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেসের ১০টি বগি এবং জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ৫টি বগি মাচক নদীতে পড়ে যায়। এঘটনায় ২০ নিহত হয়েছে এবং ৩শ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে মধ্যপ্রদেশের কুদাওয়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দলের তৎপরতায় এখন পর্যন্ত তিনশ’ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ক’দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি ব্রিজ ভেঙে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসক ও উদ্ধারকর্মীদের নিয়ে তিনটি বিশেষ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে ছেড়ে গেছে বলে সরকারের এক মুখপাত্র জানিয়েছে।
সূত্র : এনডিটিভি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান