ঢাকা: আমাদের ছোটপর্দারও কম বয়স হল না। সময়ের ফেরে অনেক প্রিয় মুখই আর নেই। সেই সুবর্ণা মোস্তফা, শমী কায়সার, আফসানা মিমি, বিপাশা হায়াতদের কাল পেরিয়ে পর্দার দখল নিয়েছে নতুনরা। সমুদ্রে যেমন প্রতিটি স্রোতই নতুন করে এসে তীরে ভেড়ে তেমনি অভিনয়ে, উপস্থাপনে, গ্ল্যামারে দর্শকমন জয় করতে এসেছে আরো কিছু নতুন। অনেকের ভীড়ে পাঁচ প্রতিশ্রুতিশীল নবীনকে নিয়ে আমাদের এ আয়োজন…
দর্শকপ্রিয়তার দৌড়ে এগিয়ে শবনম ফারিয়া
6500টিভি খুললেই দেখা মেলে তার পানপাতার মতো মুখ। অভিনয় করেন প্রানবন্ত। বিশেষ করে টিনএজ গ্রুপ নাটক হলেই তার ডাক পড়েই। জনপ্রিয়তার দৌড়ে সমসাময়িক অনেকের চেয়েই এগিয়ে আছেন। আলোচিত হয়েছেন বারবার। তাকে নিয়ে সমালোচনার পাল্লাটাও খুব হালকা নয়। এই তো কয়েকদিন আগে থার্ডবেলডটকমে প্রচারিত ‘রুমডেট’ নাটকে আবেদনময়ী ভুমিকায় দেখা গেছে তাকে। তবে সমালোচনা গায়ে মাখছেন না তিনি। কাজ করে যেতে চান নিজের পরিকল্পনা অনুযায়ী। বেছে সিরিয়ালে কাজ করছেন। কলকাতার সিরিয়ালগুলোর সঙ্গ পাল্লা দিয়ে আমাদেও সিরিয়ার কতোটা এগুচ্ছে?
ফারিয়া বললেন ‘দেখুন আম্মা-খালা আগে যে হারে কলকাতার সিরিয়ালগুলো দেখতো সেটা কিন্তু অনেকটাই কমেছে। দেশেই ভালো ভালো সিরিয়াল হচ্ছে। আমাদের স্টোরি, মেকিং নিয়ে কোন প্রশ্ন নেই। আগে দেশে শুধু বিটিভিই ছিলো। কাজও কম হতো। সেই তুলনায় চ্যানেল যেমন বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কাজও বেড়েছে। অনেক তরুণরা মিডিয়ায় আসছে। এটা পজেটিভ।’ এরই মাঝে ইন্ডাষ্টিতে টিকে থাকার জন্য টোটকাও দিয়ে রাখলেন শবনম ফারিয়া। বললেন, অনেকে দেখবেন চেহারা দেখিয়ে দু’একটা নাটক করেই হারিয়ে যাচ্ছে। টিকে থাকতে কোয়ালিটির বিকল্প নেই।
রুমডেট’ নাটকে অভিনয় কওে আলোচিত-সমালোচিত হয়েছেন। আপনার আইডল কে? ফারিয়া বলেন, ‘অন্য কারো মতো নিজেকে প্রতিষ্ঠা করতে চাইনা। আমি আমার মতো হতে চাই। আমি মারা গেলে যাতে অনেকেই চেনে যে, শবনম ফারিয়া নামে কেউ ছিলো’।
টোল পড়া হাসিতে মোহনীয় ঈশিকা খান
542গালে টোল পড়া হাসিতে মুগ্ধ করেছেন দর্শকদের। শুধু গালের টোলেই নয়, অভিনয়েও ঈশিকা দারুন পাক্কা। মিডিয়ায় শুরুটা একটি টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে। তবে এখন ছোটপর্দায়ই তাঁবু গেড়েছেন। কাজ করছেন একের পর এক দর্শকনন্দিত সিরিয়ালে। নাইন অ্যান্ড অ্যা হাফ, দোস্ত-দুশমন, সাইন আপের আলোচিত সিরিয়ালে কাজ করেছেন। অল্পসময়েই আলোচনায় আসেন বাগেরহাটের এই গ্ল্যামারগার্ল। পড়াশোনা করছেন নর্থসাউথ ইউনিভার্সিটি। পড়ার ফাঁকেই সমানে অভিনয় করে চলেছেন। এখনকার নাটকগুলোর মান কেমন হচ্ছে?
একটু ভেবে ঈশিকা বললেন, ‘দেশে অনেক ইউনিক কাজ হচ্ছে। অনেক ডিরেক্টর নিজের গাঁটের পয়সা খরচ করেও নাটক বানাচ্ছে। তবে বিজ্ঞাপনগুলোর কারণে নাটকগুলো দর্শক হারাচ্ছে। কাজগুলোও খুব তাড়াতাড়ি শেষ করা হচ্ছে। মাত্র দু’দিনেই একঘন্টা শেষ করা হচ্ছে।’ এখনকার তরুনরা কাজে কতোটা সিরিয়াস? ঈশিকার সহজ স্বীকারোক্তি, ‘আমরা তো ফেসবুক, হোয়াটস আপে বেশি আসক্ত। কাজের প্রতি সিরিয়াসনেস খুব কম। তবে বয়স কম বলেই হয়তো এমনটা হয়।’ অভিনয়ের প্রস্তুতিটা কিভাবে করেন, ‘সত্যি বলতে কাজের এত্ত চাপ যে নিজের কাজগুলোও নিজে দেখতে পারি না। তবে সময় পেলেই মুভি দেখি। বিশেষ করে সত্যজিত রায়ের ‘পথের পাঁচালী’ বারবার দেখি।’
বৈচিত্রতার অন্বেষণে অতৃপ্ত সাফা কবির
60সাফা কবির। মিডিয়ায় তার শুরুটা বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপন থেকে নাটকে অভিষেক হয় ‘এট এইটিন অলটাইম দৌড়ের উপর’ দিয়ে। রেদোয়ান রনির ‘ভালোবাসা ১০১’ নাটকে অনবদ্য অভিনয় করে আলোচনায় এসেছেন। একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন বৈচিত্রময় চরিত্রে। অভিনয়ের জন্য বিভিন্ন চরিত্রে নিজেকে কিভাকে প্রস্তুত করেন?
সাফা বললেন, ‘দেশে অভিনয় শেখার কোন প্রতিষ্ঠান নেই। বেশিরভাগ অভিনয়শিল্পীরাই থিয়েটারে অভিনয় শেখেন। কিন্তু আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই। সবসময় বেশি বেশি মুভি দেখি। বিভিন্ন চরিত্র বোঝার চেষ্টা করি। বড় ভাই-বোনদের সঙ্গে চরিত্র নিয়ে আলোচনা করি। টিপস নেই।’ বললেন সাফা কবির। গত কয়েকবছর ধরেই সমানে অভিনয় করে চলেছেন তিনি। তবে তিনি এখন নাটক নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। বললেন, ‘আমার কাছে যে স্ক্রিপ্টগুলো আসে বেশিরভাগ চরিত্রই একই রকম। ডিফ্রেন্ট কিছু নেই। কাহিনীগুলো গতানুগতিক। নতুন চিন্তা খুব কম হয়। আমি রেডি হয়ে বসে আছি। গ্রামের মেয়ে থেকে ড্রাগ অ্যাডিকটেট সব চরিত্রের জন্য প্রস্তুত। কিন্তু সে রকম চরিত্রই পাচ্ছি।’ নাটকে বৈচিত্র না আসার কারণ কি? সাফার যুক্তি, ‘আপনি দেখবেন ‘রুমডেট’ নাটকটি ডিফ্রেন্ট ছিল। কিন্তু সেটাকে সবাই ভালোভাবে নিতে পারেনি। নাটকটি না দেখেই সবাই সমালোচনা করেছে। কিন্তু যারা দেখেছেন তারা কিন্তু ভালো বলেছেন। না দেখেই সমালোচনা করার মেন্টালিটি চেঞ্জ না করলে নাটকে বৈচিত্র আসবে না।’
বহুরুপী সাবিলা নুর
1‘বাঁশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবেন’ গ্রামীনফোনের একটি বিজ্ঞাপনের ডায়গলগ দিয়ে নজরে এসেছিলেন সাবিলা নুর। তারপর আর থেকে থাকতে হয়নি। শোবিজের বাঁশ বেয়ে তরতর করে উপড়ে উঠছেন। কাজ করছেন টিনএজ নাটকে। ‘গত কয়েকবছর ধরে ইয়্যুথ গ্রুপ নিয়ে নির্মিত নাটকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে রেদোয়ান রনির ‘ইউটার্ন’ নাটকে একটি ড্রাগ এডিকটেড চরিত্রে অভিনয় করেছিলাম। সেটার রেসপন্স ভালো ছিলো। এছাড়া ‘মাংকি বিজনেস’সহ অন্যান্য টিনএজ নাটকগুলো দর্শকরা মনে রেখেছে।’
তারপরও ছোটপর্দায় কিছু সীমাবদ্ধতা রয়েই গেছে। বললেন সাবিলা, ‘বিশেষ করে ঈদের সময় একজন ডিরেক্টর সাত-আটটার মতো নাটক করেন। বাজেট কম থাকায় অনেক নাটকের মান খারাপ হয়। আর শেষের দিকের নাটকগুলোর অবস্থা আরো খারাপ’। অনেক কাজের অফার পেলেও একটু ভিন্নধর্মী চরিত্রেই বেশি দেখা যায় তাকে। এর জন্য নিজেকে প্রস্তুত করেন কিভাবে? ‘ছোটবেলায় নাচ শিখতাম বুলবুল ললিতকলা একাডেমীতে। তখন স্যার বলেছিলেন, আমার এক্সপ্রেশন নাকি ভালো। যখন একা থাকি তখন আয়নার সামনে দাঁড়িয়ে একা একা অভিনয়ের প্রাকটিস করি’।
স্রোতের বিপরীতে বেনজির ইশরাত
00একটি জুসের বিজ্ঞাপনে মাত্র দুই শব্দের ডায়লগ দিয়েই মাত করেন তিনি। ‘আমার চুমুক!’ ডায়লগটি এখনো অনেকের মুখে মুখে ঘুরে ফিরে। ব্যক্তিগত জীবনে তুখোড় আড্ডাবাজ তিনি। একটু ফুসরত পেলেই জমিয়ে আড্ডা মারেন। শুধু বন্ধুদের সঙ্গেই নয়, টিভির পর্দায়ও আড্ডা দেন নিয়মিত। উপস্থাপনায় তার ধ্যান-জ্ঞান। সময়ের সবাই যেখানে নাটকে ঝুকছে বেনজির সেখানে এক্কেবারেই আলাদ।
স্রোতে গা না ভাসিয়ে উপস্থাপনায় থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইদানীং নাকি একটু মুটিয়ে গেছেন! শরীর সামলাচ্ছেন কিভাবে? ‘তেমন কিছু করা হচ্ছে না। তবে রাতের দিকে মাঝে মাঝেই খাচ্ছি না।’ তিনি নাকি অভিনয় করবেন না। তার স্বপ্নই উপস্থাপনা।