বাংলার খবর২৪.কম : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, `এ হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমানের সিগন্যাল ছিল। আত্মস্বীকৃত খুনিরা হত্যাকাণ্ডের আগে জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তিনি নিজে থাকবেন না জানিয়েছিলেন, তবে সিগন্যাল দিয়েছিলেন। জিয়ার সিগন্যাল পাওয়ার পরই বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল।`
শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। হত্যার পরে জিয়া খুনিদেরকে পুরস্কার হিসেবে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘সেনাপ্রধান থাকার সময় নিয়ম ভেঙ্গে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন জিয়াউর রহমান। বাংলাদেশকে পাকিস্তানের প্রদেশ বানাতে চেয়েছিলেন তিনি। পাকিস্থানের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখতেন জিয়া ও খালেদা।’
বিএনপি নেত্রী এখনো স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আছেন, অভিযোগ করে শেখ হাসিনা বলেন, ‘বিকৃত মানসিকতার না হলে ১৫ আগস্টে কেউ জন্মদিন পালন করতে পারে না। তিনি (খালেদা জিয়া) নির্বাচন ঠেকানোর নামে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। এত মানুষকে খুন করেও তার নেশা মেটে না। তিনি দেশকে পাকিস্থানি তাবেদারির রাষ্ট্র বানাতে চান।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এর সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, অ্যাডভোকেট সাহারা খাতুন প্রমুখ।
শিরোনাম :
‘বঙ্গবন্ধু হত্যায় গ্রিন সিগন্যাল দিয়েছিলেন জিয়া’
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪
- ১৬৩০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ