কক্সবাজার : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি বুধবারও ফিরছেন না। এ নিয়ে দ্বিতীয় বারের মতো স্থগিত হলো।
বুধবার মিয়ানমার থেকে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া স্থগিতের কারণ জানায়নি বিজিবি।
মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বিজিবি-১৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম।
এর আগে গত ৩০ জুলাই মিয়ানমার থেকে তাদের দেশে ফেরত আনার কথা ছিল। কিন্তু বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরে ৫ আগস্ট বুধবার তাদের ফেরত আনা হবে বলে জানায় বিজিবি।
লে. কর্নেল মো. রবিউল ইসলাম আরো জানান, ‘বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে যে ১৫৯ জনকে ফেরত আনার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।’
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪৭ জনকে। ৪র্থ দফায় বাংলাদেশি হিসেবে সনাক্ত হওয়া আরো ১৫৯ জনকে ফেরত আনার কথা থাকলেও তা দুই দফায় স্থগিত হলো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান