গাজীপুর ( শ্রীপুর) : স্বামীর হুকুমে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা জানান, সোমবার রাতে উপজেলার তেলিহাটী ইউনিয়নের ছাতির বাজার শিশুপল্লী এলাকায় তার অটোরিকশাচালক স্বামী তাকে ৮ যুবকের হাতে তুলে দেয়। তাদের ৬ জন তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
গণধর্ষণের শিকার ওই নারী জানান, তার স্বামী টঙ্গী এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালায়। আর তিনি এমসি বাজার এলাকার মুন্সী বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার সন্ধ্যায় তিনি খবর পান তার স্বামী অপরিচিত দুই মেয়েসহ কয়েকজন যুবককে নিয়ে ছাতির বাজার এলাকার দিকে যাচ্ছে। পরে তিনি স্বামীর সন্ধানে সেখানে রওনা দেন। শিশুপল্লী এলাকায় গিয়ে তিনি স্বামীর সাক্ষাৎ পেলে সেখানে দু'জনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় তার স্বামী কৌশলে সটকে পড়ে।
এ সময় রুবেল মিয়া নামে এক অটোরিকশা চালক ওই গার্মেন্টস কর্মীকে এমসি বাজার পৌঁছে দেওয়ার কথা বলে একটি ব্রিজের কাছে নিয়ে যায়। পথে রুবেল বেশ কয়েকবার মোবাইল ফোনে কার সঙ্গে যেন কথা বলে তাদের আসতে বলে। কিছুক্ষণ পর ৮ যুবক ওই স্থানে উপস্থিত হয়ে ওই নারীর হাত ও পা বেঁধে ফেলে। ধর্ষিতা নারী জানান, তিনি রুবেলকে ধর্মের বাপ ডেকেও নিস্তার পাননি। উপরন্তু সে তার মোবাইল ফোন ও গলায় থাকা স্বর্ণের চেন নিয়ে নেয়। ওই নারীর অভিযোগ, তার স্বামীই রুবেলকে তার পিছে লেলিয়ে দিয়েছিল।
ধর্ষিতা নারী জানান, রুবেলসহ একে একে ৬ জন তাকে ধর্ষণ করে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে রাস্তায় উঠে আসেন এবং এক লোকের সহযোগিতায় বাসায় ফিরে যান। এ ঘটনা জানাজানি হলে গতকাল মঙ্গলবার এমসি বাজার এলাকার লোকজন ওই নারীকে সঙ্গে নিয়ে প্রথমে অটোরিকশা চালক রুবেলকে খুঁজতে বের হন। দুপুরে রুবেলকে খুঁজে পাওয়া গেলে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। ধর্ষিতা জানান, তার স্বামীই তাকে ধর্ষকদের হাতে তুলে দেয়।
শ্রীপুর থানার এসআই গোলাম কিবরিয়া ও এসআই দেবাশীষ সাহা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ফারুক হোসেন নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রুবেল এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা আংশিক স্বীকার করেছে।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষিতার কাছে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠছিলাম। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান