দিনাজপুর : ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক শিশু-কিশোরসহ ১৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। আটকরা দিনাজপুর জেলার বোচাগঞ্জ, বিরল ও সেতাবগঞ্জ উপজেলার বাসিন্দা।
এসময় ভারতের ১৯৯ বিএসএফ ব্যটালিয়নের উপঅধিনায়ক এসবি সিং এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হিলি সিপি কোম্পানি কমান্ডার ফজলুল হক উপস্থিত ছিলেন।
ফেরত আসা ১৬ বাংলাদেশি হলেন- দিনাজপুরের বিরলের মৃত বারুনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (১৫), আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন (১৫), রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (১৫), মাতারাফ হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), সিতেন চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র রায় (২০), রবিউল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন (২৩), আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৯), মোস্তাফিজুর রহমানের ছেলে জিল্লুর রহমান (১৬), মৃত সিকেন্দার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), বোচাগঞ্জের বিজেন দাসের ছেলে রতন দাস (১৮), মমিনুল ইসলামের ছেলে আব্দুল মালেক (১৮), স্বর্গীয় বিপিন রায়ের ছেলে স্বপন রায় (৪০), রফিকুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম (১৫), ঘুতি চন্দ্রের ছেলে উকিল চন্দ্র (২৮), নুজুবুদ্দিনের ছেলে বাদশাহ আলম (২৫) ও সেতাবগঞ্জের মানিক চাঁদ রায়ের ছেলে সুজন চাঁদ রায় (১৯)।
ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যটালিয়নের উপঅধিনায়ক এসবি সিং সাংবাদিকদের জানান, আটককৃতরা সোমবার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে। কাজের সন্ধানে দিল্লিতে যাওয়ার সময় পতিরাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান