যশোর : যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের শেখ জুলমত আলীকে ১৯৭১’এ মুক্তিযুদ্ধ চলাকালে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার নিহত ব্যক্তির ছেলে আব্দুল করিম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কেশবপুর আমলী আদালতে এ মামলা দায়ের করেন।
যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগটি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মিনহাজ গাজীর ছেলে ও ওই এলাকার রাজাকার বাহিনীর কমান্ডার আমিনউদ্দিন মাস্টার, একই গ্রামের মেহের শেখের ছেলে জাকের আলী, মৃত চাঁদ আলীর ছেলে আজাহার আলী, ভালুকঘর গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে আকরাম মোল্লা এবং চালিতাবাড়িয়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে কাসেম আলী।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৭১’এ মুক্তিযুদ্ধের সময় স্থানীয় আমিনউদ্দিন মাস্টার কেশবপুরে রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। কিন্তু বাদী আব্দুল করিমের বাবা শেখ জুলমত আলী মুক্তিযুদ্ধের পক্ষের লোক হওয়ায় ১৯৭১ সালের ৪ মে আসামিরা শেখ জুলমত আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাকে কেশবপুর রাজাকার ক্যাম্পে আটকে রেখে নির্যাতন চালানো হয়।
চারদিন আটকে রাখার পর রাজাকাররা ৮ মে জুলমত আলীকে উপজেলার শ্রীরামপুর বাজারের কাছে তার বাড়ির সামনে চোখ বেঁধে নিয়ে আসে এবং ওইদিনই পরিবারের সদস্যদের সামনে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, ঘটনার সময় বাদী আব্দুল করিমের বয়স ছিল মাত্র দুই বছর। সে কারণে তার পরিবারের লোকজন এ ঘটনার প্রতিবাদ করার সাহস পায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান