এম, ইব্রাহিম খলিল ঃআগষ্ট মাসের প্রথম দিন থেকে মহাসড়কে সিএনজি অটোরিক্সা বন্ধে যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সীতাকুন্ডে ১ম দিন ঘন্টাব্যাপী মানববন্ধন অবরোধ পালন করেছে সিএনজি মালিক-চালক সমিতি। শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মহাসড়কের পৌরসদর এলাকায় বিভিন্ন ধরনের পোস্টার,ব্যানার ও পে¬-কার্ড হাতে দাঁড়িয়ে প্রায় তিন হাজার /চার হাজার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন থেকে হটাত সল্পসময়ে অবরোধ করে ছিল ।
মহাসড়কে সিএনজি অটোরিক্সা বন্ধে সরকারী সিদ্ধান্তের কারনে দিশেহারা হয়ে পড়েছে যাত্রী দূর্ভোগ চরম আকার ধারন করেছে এবং সিএনজি মালিক ও চালকরা দিশেহারা হয়ে পড়েছে । সরকার অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসলে ঋণের চাপে আতœহত্যার পথ বেচে নিতে হবে উপজেলা তথা দেশের ঋণগ্রস্থ সিএনজি মালিক ও চালকরা । এছাড়াও বেকার হয়ে পড়বে এ পেশার সাথে সংশ্লিষ্ট হাজার হাজার সিএনজি চালকরা। পাশাপাশি উপজেলার লক্ষাদিক যাত্রী সাধারণ চলাচলে মারাত্বক সমস্যায় পড়েছেন। যাত্রীরা তাদের কর্মস্থলে যেতে হিমশিম খেতে হয়েছে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। অনেকেই মিনি ট্রাক ও নছিমনে হেঁটে তাদের কর্মস্থলে যান। এতে মহাসড়ক থেকে এক ঝুকিপূর্ণ বাহন বন্ধ করলেও এর চেয়ে মারত্বক ঝুকিপূর্ণ পরিবহনে করে যাত্রীরা গন্তব্যে পৌছতে বাধ্য হচ্ছে গত তিন দিন ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কে হঠাৎ সিএনজি অটোরিক্সা বন্ধে বিপাকে পড়েছে কর্মজীবি বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও স্কুল,কলেজের ছাত্রছাত্রীরা। সিএনজি অটোরিক্সা বন্ধের কারনে সীতাকুন্ড থেকে বাকখালী যাওয়ার উদ্দেশ্যে এক জন প: প: সহকারী সকাল ৮ টার সময় বের হয়ে ১০ টায়ও পোঁছানো সম্ভব হয়নি রিক্্রা করে ২০টাকায় বটতল, সে স্থান থেকে শেখেরহাট যেতে ৪০ টাকা সিএনজি ভাড়া দিতে যাত্রীরা বাধ্য হচ্ছে । এ অবস্থার দ্রুত সমাধান না হলে প্রতিনিয়ত ছাত্র ছাত্রী ,কর্মজীবি মানুষদের চরম ভোগান্তি পোহাতে হবে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে ঝুকিপূর্ন বাহনে চড়তে হচ্ছে বলে তিনি জানান।তাছাড়া সীতাকুন্ড বাজারের ব্যবসায়ীরা হতাশায় পড়েছে গত তিন দিনে অনেক ব্যবসায়ী বনি/ বিক্রি করতে পাওে নাই দৈনিক খরচ করতে হচ্ছে। উপজেলার পূর্ব-পশ্চিমে ৪ কিঃ মিঃ জায়গা মধ্যে একমাত্র যোগাযোগ ব্যবস্থা মহাসড়ক। উপজেলার কোমলমতি ছাত্র-ছাত্রী ও পেশাজীবি সর্বসাধারণের কথা চিন্তা করে সরকারের এ সিদ্ধান্ত বিকল্প ব্যবস্থা না করা পযর্ন্ত স্থগিত রাখার আবেদন করছে যাত্রী , চালক ,মালিকরা ।
শিরোনাম :
মহাসড়কে সিএনজি অটোরিক্সা বন্ধের প্রতিবাদে সীতাকুন্ডে সিএনজি মালিক-চালকদেও ধর্মঘট যাত্রী দুর্ভোগ চরমে
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৫৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
- ১৫৩৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ