চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ভাংচুর করেছে চবি ছাত্রলীগ। আজ সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে এই ভাংচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, তাপস হত্যা মামলার প্রধান দুই আসামি রুবেল দে ও শাহরিদ শুভ পরীক্ষা দিতে আসলে নতুন কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী ‘বিজয়’ গ্রুপের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এসময় তারা কলা অনুষদের সামনে জড়ো হয়ে তাদের পরীক্ষা দিতে বাধা প্রদানের চেষ্টা চালায়।
এসময় ‘বিজয়’ কর্মীরা পুলিশ ও প্রক্টরের কাছে তাদেরকে গ্রেফতারের জন্য জোর দাবি জানায়। কিন্তু পুলিশ এক্ষেত্রে কোনো ধরণের ভূমিকা পালন না করায় তারা আরও উত্তেজিত হয়ে প্রক্টর অফিসের জানালা ভাংচুর করে।
এ বিষয়ে পুলিশ জানায়, আসামি হলেও তারা আদালত থেকে জামিন নিয়ে পরীক্ষা দিতে এসেছে। তাই তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আলমগীর টিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের কোন ঘটনার কথা তিনি তখনো জানেন না।