ঢাকা : রাজধানীর বনানীর রেল লাইন থেকে পথশিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমন (৩৫) নামের এক গার্মেন্টস কর্মী জীবন দিলেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল চার টার দিকে বনানী রেল ক্রসিংয়ের পাশে রেল লাইনের উপর একটি পথশিশু খেলা করতে ছিল। এসময় একটি দ্রুতগামী ট্রেন আসলে সুমনে দৌড়ে গিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এতে শিশুটি বেঁচে গেলেও তিনি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মী নায়েব আলীসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন বনানীর মেডোনা ফ্যাশন নামক একটি গার্মেন্টসের স্টোর লোটার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে খাবার খেতে গিয়ে ওই পথশিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন।
নিহত সুমনের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল মাদারনগর গ্রামে। তিনি রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে থাকেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান