বাংলার খবর২৪.কম: চোখের জলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এ বিচার দাবি করেন তারা। ‘ব্যথা-গুম, খুন ও নির্যাতন আর না’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
ড. শাহদিন মালিকের সভাপতিত্বে সেমিনারে ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কলামিস্ট সৈয়দ আবল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ। সেমিনারে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। আর এতে বক্তব্য দেন ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। প্রায় প্রত্যেকেই সম্মেলনস্থলে হাজির হয়েছেন স্বজনের ছবি বুকে টাঙিয়ে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন।
সেমিনারে লাকসামের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের হিরুর মেয়ে মাসরুফা ইসলাম বলেন, গত ২৭ নভেম্বর ২০১৩ সালে আমার বাবা গুম হন। গত ৯ মাসেও আমরা তাকে পাইনি।
সেমিনারে বিএনপি নেতা চৌধুরী আলমের মেয়ে মাহফুজা আক্তার বলেন, গুম হয়ে যাওয়ার মতো অনুকূল পরিবেশ দেশে বিরাজ করছে বলেই এমনটা হচ্ছে। আমরা কেউই এ রকম সমাজে বসবাস করতে চাই না।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মুকাদ্দেল ২০১২ সালে সাভার থেকে গুম হন। তার বাবা মওলানা আবদুল হালিম সেমিনারে বলেন, দুই বছর পার হয়ে গেলেও আমরা তার কোনো খোঁজ পাইনি। দেশে সাধারণ মানুষও গুম হয় এটাই তার প্রমাণ।
সম্মেলনের প্রথম ভাগে গুম হওয়া ব্যক্তিদের পক্ষে ২০ পরিবারের সদস্যরা তাদের কষ্টের কথা তুলে ধরেন। চোখের সামনে স্বজনদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করার সময় মঞ্চের সামনে বসা অন্যরা চোখের জল ধরে রাখতে পারেনি। অনেকে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন।
শিরোনাম :
চোখের জলে বিচার দাবি প্রধানমন্ত্রীর কাছে
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪
- ১৬২৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ