বাংলার খবর২৪.কম, চুয়াডাঙ্গা : জাতীয় সম্প্রচার নীতিমালার নামে কালো আইন বাতিল, বিচার বিভাগ ও বিচারপতিদের ওপর অভিশংসন আইনি প্রক্রিয়া বন্ধ, দেশব্যাপী খুন, গুম, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান খান বাবু, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান