অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চীনে ভায়াগ্রা মেশানো মদের বিরুদ্ধে অভিযান

ডেস্ক : চীনে মদ উৎপাদনকারীরা পুরুষদের যৌন দুর্বলতারোধক ওষুধ ভায়াগ্রা মেশানো হাজার হাজার অ্যালকোহলের বোতল বিক্রি করছে – এমন খবর পেয়ে এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেদেশের খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা।

ক্রেতাদের বলা হচ্ছিল, ভায়াগ্রা মেশানো এই অ্যালকোহল ‘স্বাস্থ্য রক্ষাকারী গুণসম্পন্ন’।

দক্ষিণ চীনের লিউঝু শহরে তদন্তকারীরা ৫ হাজার ৩শ’রও বেশি এরকম বোতল জব্দ করেছেন।

এছাড়া সিলডেনফিল নামে একটি সাদা পাউডারের কিছু প্যাকেট পাওয়া গেছে – যা ভায়াগ্রারই অন্য নাম।

লিউঝু শহরের খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে, চীনের সবচেয়ে চনপ্রিয় পানীয় ‘বাইজিউ’-এর তিন ধরণের বোতলে এই পাউডারের অস্তিত্ব পাওয়া গেছে।

বাইজিউ হচ্ছে এক ধরণের বর্ণহীন এবং কড়া চীনা মদ।

যে পরিমাণ বোতল উদ্ধার করা হয়েছে তার দাম ১ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের মতো।

গুয়াংশি অঞ্চলের পুলিশ এখন দুটি মদ প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।

চীনে নিয়ম অনুযায়ী ডাক্তারের প্রেসক্রিপশন পেলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে একটি মাত্র ভায়াগ্রা খেতে পারেন, আর ৬৫ বছরের বেশি বয়েস হলে তাকে কম ক্ষমতাসম্পন্ন ভায়াগ্রা দেয়া হয়।

চীনে খাদ্য নিরাপত্তা একটি উদ্বেগজনক বিষয়, এখানে নানা খাবারে বিপজ্জনক পদার্থের উপস্থিতি নিয়ে অতীতে একাধিক কেলেংকারি ঘটেছে।

২০০৮ সালে চীনে বাচ্চাদের দুধে মেলামাইন পাওয়া গিয়েছিল, যা খেয়ে অন্তত আটটি শিশু মারা যায়, আক্রান্ত হয় ৩ লক্ষ লোক।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

চীনে ভায়াগ্রা মেশানো মদের বিরুদ্ধে অভিযান

আপডেট টাইম : ০৩:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫

ডেস্ক : চীনে মদ উৎপাদনকারীরা পুরুষদের যৌন দুর্বলতারোধক ওষুধ ভায়াগ্রা মেশানো হাজার হাজার অ্যালকোহলের বোতল বিক্রি করছে – এমন খবর পেয়ে এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেদেশের খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা।

ক্রেতাদের বলা হচ্ছিল, ভায়াগ্রা মেশানো এই অ্যালকোহল ‘স্বাস্থ্য রক্ষাকারী গুণসম্পন্ন’।

দক্ষিণ চীনের লিউঝু শহরে তদন্তকারীরা ৫ হাজার ৩শ’রও বেশি এরকম বোতল জব্দ করেছেন।

এছাড়া সিলডেনফিল নামে একটি সাদা পাউডারের কিছু প্যাকেট পাওয়া গেছে – যা ভায়াগ্রারই অন্য নাম।

লিউঝু শহরের খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে, চীনের সবচেয়ে চনপ্রিয় পানীয় ‘বাইজিউ’-এর তিন ধরণের বোতলে এই পাউডারের অস্তিত্ব পাওয়া গেছে।

বাইজিউ হচ্ছে এক ধরণের বর্ণহীন এবং কড়া চীনা মদ।

যে পরিমাণ বোতল উদ্ধার করা হয়েছে তার দাম ১ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের মতো।

গুয়াংশি অঞ্চলের পুলিশ এখন দুটি মদ প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।

চীনে নিয়ম অনুযায়ী ডাক্তারের প্রেসক্রিপশন পেলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে একটি মাত্র ভায়াগ্রা খেতে পারেন, আর ৬৫ বছরের বেশি বয়েস হলে তাকে কম ক্ষমতাসম্পন্ন ভায়াগ্রা দেয়া হয়।

চীনে খাদ্য নিরাপত্তা একটি উদ্বেগজনক বিষয়, এখানে নানা খাবারে বিপজ্জনক পদার্থের উপস্থিতি নিয়ে অতীতে একাধিক কেলেংকারি ঘটেছে।

২০০৮ সালে চীনে বাচ্চাদের দুধে মেলামাইন পাওয়া গিয়েছিল, যা খেয়ে অন্তত আটটি শিশু মারা যায়, আক্রান্ত হয় ৩ লক্ষ লোক।

সূত্র : বিবিসি