মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নকল ও জাল পণ্যের আমদানি প্রতিরোধ’ শীর্ষক ৫ দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জনকল্যাণই আওয়ামীলীগ সরকারের একমাত্র লক্ষ্য। দেশে দারিদ্রতা কমে ২২ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ বছর পর (২০১৮ সালে) দেশে আর দারিদ্র থাকবে না। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে মন্ত্রী বিশাল বাজেট বাস্তবায়ন করতে হলে রাজস্ব বোর্ডকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। রোববার দুপুরে মৌলভীবাজারের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলের কনফারেন্স হলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন। এনবি আর’র চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকলাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাপান কাস্টমস বিভাগের আইটি স্পেশালিস্ট মাসাসি গোবারা। কর্মশালায় এনবি আর’র ২৮ জন এবং বাণিজ্য মন্ত্রনালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো, কপিরাইট অফিস এবং এফবিসিসিআইসি থেকে ৮ জন সহ মোট ৩৬ জন প্রতিনিধি অংশ নেন।