বাংলার খবর২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভূজইল এলাকা থেকে তিনটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নঁওগার নিয়ামতপুর উপজেলার পাইনালপুর গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে আবু সামা ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দিঘীপাড়া গ্রামের মৃত. তসির উদ্দিনের ছেলে কামাল।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামন পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোলের ভূজইল এলাকায় র্যাবের একটি দল ক্রেতা সেজে অভিযান চালায়। এ সময় কষ্টি পাথরের ওই তিন মূর্তিসহ দুজনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃত মূর্তি তিনটির আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান