ব্রুনাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের আল আমিন রোববার এক দুর্ঘটনায় মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার সময় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ করার সময় নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আল আমিন উপজেলার চরবেতাল গ্রামের হাবিজউদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক। তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে শোকের মাতম শুরু হয়। নিহতের স্ত্রী সালমা বারবার মূর্ছা যাচ্ছেন।
আল আমিনের চাচাতো ভাই রাকিব হোসেন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সরকারিভাবে লাশ আনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, বাড়ির একমাত্র উপার্জনক্ষম আল আমিন দু’বছর আগে ব্রুনাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে যান। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান