লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সন্ত্রাসী ছলেমান বাহিনী ও দিদার বাহিনীর গোলাগুলিতে মো. মিলন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মিলন জালিয়াকান্দি গ্রামের মমিন উল্লার ছেলে এবং দিদার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া এলাকায় সে ডাকাত সর্দার হিসেবেও পরিচিত বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণসহ একাধিক বেশ কয়েকটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছলেমান বাহিনীর সঙ্গে দিদার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দিদার বাহিনীর সদস্য মিলন নিহত হয়। নিহত মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান