ডেস্ক: মিয়ানমারের বাস্তচ্যুত হতভাগ্যদের দুর্দশা স্বচক্ষে দেখবার জন্য মানবতাবাদী এবং জনপ্রিয় অভিনেত্রী এঞ্জেলিনা জলি রোহিঙ্গাদের সঙ্গে মিলিত হয়েছেন। তিনি সাংবাদিকদের কাছে তাদের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেন।
জাতিসংঘের বিশেষ দূত হিসাবে ৪ দিনের সফরে তিনি বর্তমানে মিয়ানমারে অবস্থান করছেন। তিনি বিশেষত মহিলাদের দুঃখ-দুর্দশার প্রতি আলোকপাত করে বলেন, যে মহিলারা সেখানে যৌন সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ও তাদের প্রতি অতি শীঘ্র চিকিৎসা এবং আইনি সাহায্য প্রদানের ব্যবস্থা নেয়া উচিত। এজন্য তিনি আকুল আবেদন জানিয়েছেন।