কুড়িগ্রাম : দাসিয়ার ছড়া সাবেক ছিটমহলের কালিরহাটে জমির মালিকানা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ৫জন আহত হয়েছেন।, রোববার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, কুড়িগ্রামের সাবেক সিটমহলে রাষ্ট্রীয়ভাবে যে জমিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, ওই জমিতে স্থানীয় ওবাইদুল্লা ও তার লোকজন রোববার দুপুরে বেড়া দিতে যান। এসময় সিরাজ গ্রুপের লোকজন তাদেরকে বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় উভয় গ্রপের ৫জন আহত হন। আহতদের মধ্যে সিরাজ ও তার দুই ছেলে আবুল কালাম আজাদ ও আনিছুর রহমানকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কালিরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় সিরাজ উদ্দিন, ওবাইদুলের পিতা মৃত আব্দুল আউয়ালের কাছ থেকে ১৫ শতক জমি কিনে নেন। এরপর তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছিল। রোববার সকালে উক্ত জমির মালিকানা দাবি করে ওবাইদুল্লাসহ তার লোকজন বেড়া দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করতে আসেনি বলে জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান