বাংলার খবর২৪.কম,বেনাপোল : সড়ক ও জনপথ বিভাগের উদাসিনতায় যশোরের শার্শা উপজেলার ১০লাখ মানুষের একটি মাত্র খেলার মাঠ শার্শা (ষ্টেডিয়াম)টি মিনি খাল ও কৃষি ক্ষেতে পরিনত হয়েছে। ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন প্রকার টুর্নামেন্ট ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াররা সহ ক্রিড়া প্রিয় শার্শার মানুষ। পুরো ষ্টেডিয়াম জুড়ে খানাখন্দে পরিনত হয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। মাঠজুড়ে জলাশয় ,পাথর খ বালু ও পিচের স্তুুপে পরিনত হয়েছে। অবুঝ শিশুরা সহ তরুন ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা ক্রিড়া বিনোদন মেটাতে যেয়ে পড়ছেন দুর্ভোগ ও অসনীয় যন্ত্রনায়। খেলার মাঠে জমে থাকা পানি ও পাথর কুচিতে খেলোয়ারদের শরীর হচ্চে ক্ষত বিক্ষত। শরীরে বেরুচ্ছে ঘা পাচড়া। শার্শাবাসি বিস্ময় প্রকাশ করে বলেন এযেন দেখার কেহ নেই ।
যশোর জেলার সীমান্তবর্তী ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত উপজেলার নাম শার্শা। উপজেলাটিতে ১০লাখ মানুষের বসবাস। স্বাধীনতা পরবর্তীতে উপজেলা সদরের পশ্চিম পাশে গড়ে ওঠে একটি মাত্র ষ্টেডিয়াম।
শার্শা উপজেলা সহকারি ভ’মি কমিশনার আরিফ-উজ জামান বলেন- টেন্ডারকারী প্রতিষ্টান মাঠ মেরামত করে দিয়েছেন। কোন সমস্যা থাকলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
শার্শার ব্যাবসায়ি আলহাজ্ব-মাওলা বক্স বলেন--মাঠটি দেখলে মনে হয় এ যেন মিনি হাওড়। পরে টেন্ডারকারী প্রতিষ্টান নামে মাত্র ২/৪ট্রাক বালু মাঠে ছড়িয়ে দিয়েই করে দায়িত্ব শেষ। মাঠটির করুন অবস্থা দৃষ্টি গোচর হয়নি স্থানীয় প্রশাসন সহ জন প্রতিনিধিদের। জরাজীর্ন মাঠ দেখে নির্বাক খেলোয়াররাসহ শার্শার মানুষ। ক্রিড়া প্রিয় তরুনরা মাঠ না পেয়ে খেলছেন বিভিন্ন পতিত জমি সহ সংকুচিত মাঠে। মাঠটি খেলা উপযোগি করার দাবী জানান শার্শাবাসি। তবে মাঠ না দেখেই নিজেদের দোষ ঢাকতে সাফাই গেয়েছেন বলে জানান স্থানীয়রা।
শার্শার স্থানীয় মেম্বর-তুহিনুর রহমান তুহিন বলেন ষ্টেডিয়াম মাঠটির করুন অবস্থা খেলোয়ারদের কথা বিবেচনা করে দ্রুত মাঠটি মেরামত করা প্রয়োজন। তিনি বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানকে বলেছেন বলে জানান।
স্কুল পড়ুয়া ছাত্র আসমত উল্লাহ বলেন-বিভিন্ন ক্রিড়া ও জাতীয় অনুষ্টান করা হতো মাঠটিতে। মিটতো লাখো মানুষের বিনোদন। এদিকে উপজেলার স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এক সময়ে বড়বড় খেলার মাঠ থাকলেও কালের বিবর্তে অধিকাংশ খেলার মাঠ বিলীন হতে চলেছে। মাঠের চারিপাশে অপদখল করে গড়ে তোলা হয়েছে ভবন সহ ব্যাবসা প্রতিষ্টান। ক্রিড়া বঞ্চিত অধিকাংশ প্রতিষ্টানে ছাত্রছাত্রীরা। আজ শার্শার একটি মাত্র সরকারি মাঠ সেটিও ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে।
কলেজ পড়ুয়া ছাত্র রাকীব আহম্মেদ বলেন- সড়ক ও জনপদ বিভাগ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের যোগসাজসে যশোর বেনাপোল মহাসড়কের নির্মান কাজে ব্যাবহৃত পাথরের খ,ইট বালু ও পিচ ও ট্রাক ও মিক্সার গাড়ি রাখা হয় ষ্টেডিয়াম মাঠে। গড়ে তোলা হয় পাহাড় সমান পাথর ও পিচের ব্যারেলের স্তুুপ। ৬মাস ধরে চলে কাজ। এসময়ে খেলা বঞ্চিত হয় শার্শার ক্রিড়া প্রিয় মানুষ। নির্মান কাজ শেষে মাঠ জুড়ে বড় বড় গর্ত সহ খানা খন্দে পরিনত হয়। ছড়িয়ে পড়ে পাথর বালু পিচ। মরে যায় ঘাস।
স্থানীয় ফুটবল খেলোয়ার আরিফ হোসেন ও আব্দুল কাদের বলেন আমরা খেলতে চাই, কাদা পানি বালু ও পাথরের টুকরো দেখতে চাইনা। স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান