ডেস্ক : সহবাস নিয়ে গবেষণা, ভাবনার অন্ত নেই৷ কীভাবে, কখন, কতক্ষণ সহবাস করা উচিত তা নিয়ে কত তর্ক বিতর্ক৷ কিন্তু এর মধ্যে থেকে বাদ যায় না সহবাসের ভঙ্গিমা তথা সেক্স পজিশন নিয়েও প্রচুর ডুজ অ্যান্ট ডোন্টস৷
আর আপনি যদি একজন মহিলা হন, তাহলে পুরুষকে কতক্ষণ আপনি আপনার মোহতে বিছানায় ধরে রাখতে পারছেন, সেটাও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ সহবাসকে দীর্ঘস্থায়ী করতে এক্সপেরিমেন্ট করুন বিভিন্ন রকম ভঙ্গিমা নিয়ে৷
১) ল্যাপ ডান্স পজিশন- প্রথমে আপনার পুরুষ সঙ্গীটির মুখোমুখি বসুন, যতটা সম্ভব তাঁর কোল ঘেঁষে৷ তারপর আস্তে আস্তে তার দিকে একটু বেঁকে তাকিয়ে আস্তে আস্তে পিছনে ফিরে বসুন৷ এতে বাড়বে আপনার সঙ্গীর উত্তেজনা৷আপনিও হয়ে উঠবেন যথেষ্ট বোল্ড৷
২) ফেস টু ফেস-দুজনে দুজনের সামনাসামনি বসে মনঃসংযোগের চেষ্টা করুন৷ আই কন্ট্যাক্ট যতক্ষণ পারবেন ধরে রাখুন৷ দুজনেই ফোকাসড থাকবেন৷
৩) উইমেন অন টপ- সাধারণত দেশিও কামশাস্ত্রে পুরুষরাই উপরের দিকে থাকেন৷ তবে এবার একটু বদলে উইমেন অন টপ পজিশনটা ট্রাই করুন৷প্রথমটা অস্বস্তি লাগলেও আস্তে আস্তে কেটে যাবে নার্ভাসনেস৷ এমনকী চলে যাবে একঘেয়েমিও৷ উত্তেজনার পারদও থাকবে তুঙ্গে৷চিরকাল মনে থাকবে সেই রাতটাও৷
৪) দ্য সফট রক-বিছানায় উল্টোদিকে মুখ করে শুয়ে পড়ুন৷ এবার আপনার দিকে মুখ করে আপনার সঙ্গীকে আপনার কাছাকাছি আসতে অনুরোধ করুন৷ বলাই বাহুল্য একই ভঙ্গিমায়৷ আস্তে আস্তে ওজনটাকে হাল্কা করে দুজনেই মনোনিবেশ করুন৷ সহবাস দীর্ঘক্ষণ স্থায়ী হবে৷
এছাড়াও সঙ্গীকে চেয়ারে বসিয়ে আপনি ধীরে ধীরে তার কোল ঘেঁষে বসতে পারেন৷ ট্রাই করতে পারেন অভিনব সব ভঙ্গিমা৷ কীভাবে? উঁহু, সবটা আমরা বলব না৷ নিজেরাই ভাবতে থাকুন৷ তবে…
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান