বাংলার খবর২৪.কম
, খুলনা : সখুলনার ফুলতলা উপজেলার পল্লী থেকে বন্দুক,পিস্তল ও গুলিসহ নাজমুল নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত পৌনে ১ টায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফুলতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ত.ম.রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ফুলতলার গাড়াখোলা গ্রামে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি টিম। অভিযানকালে তারা খবর পায় ওই গ্রামের পশ্চিমপাড়ার চিহ্নিত সন্ত্রাসী নাজমুলের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী সমাবেত হয়ে গোপন বৈঠক করছে। গভীর রাত্রে চিহ্নিত সন্ত্রাসীরা কোন অপরাধমূলক কর্মকান্ড সংঘঠনের লক্ষে একত্রিত হয়েছে। খবর পেয়ে রাত পৌনে ১ টায় তারা নিজ বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় রাজু খাঁ(২৭) ও হিমেল তার বাড়িতে ছিল তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় রাজুর নের্তৃত্বে তারা অবৈধ অস্ত্র দেখিয়ে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও পথচারীদের নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করে। এ সময় তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সু- কৌশলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তাদের দলনেতা রাজু খাঁ এর বাড়িতে ০২ টি অস্ত্র ও গুলি রাখা আছে। এই মূহুর্তে সেখানে গেলে উক্ত অস্ত্রগুলি পাওয়া যাবে। বিলম্ব করলে রাজু অস্ত্রগুলি সরিয়ে ফেলতে পারে। তাৎক্ষনিক ভাবে ধৃত আসামিকে সহ রাজুর বাড়ি হাজির হয় ডিবির টিম। ধৃত নাজমুল নিজ হাতে পলাতক আসামি রাজু খাঁ এর দোচালা বিশিষ্ট রান্নাঘরের পাটাতনের উপরে একটি সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা অস্ত্রগুলি বের করে দেয়। এর মধ্যে একটি একনালা বন্দুক,একটি পিস্তল সার্টার ও একটি কাল রং এর বন্দুকের কার্তূজ ছিল। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান