ডেস্ক : নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মজীবী নারী পাঠিয়েছেন তাঁর সমস্যা- "আমার বিয়ের বয়স ৬ বছর। সংসারে তেমন কোন সমস্যা নেই। সাধারণ দম্পতিদের যেমন হয়, তেমনটাই আছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি নিয়ে খুব সমস্যা হয়। আমার হাজব্যান্ড নিজের বাবার বাড়ি সম্পর্কে ভালো-মন্দ কিছুই শুনতে চান না। তবে এটা নিয়ে আমাদের মাঝে তেমন কোন দূরত্ব নেই, ঝগড়া ঝাঁটি ও মনোমালিন্য আছে। এখনো কোন সন্তান নেই আমাদের।
সবকিছু ঠিক চলছিল, গত জানুয়ারি পর্যন্ত। গত জানুয়ারিতে আমি অফিসের ট্যুরে ঢাকার বাইরে যাই। ৩ দিনের ট্যুর ছিল, আমি ও আমার আরেক সহকর্মী (নারী) একসাথেই ভ্রমণ করি। সেখানেই আমার কর্মসূত্রে একজনের পরিচয় হয়। আশফাক ওর নাম। ভদ্রলোকের স্ত্রী আছে, সন্তানও আছে। আমরা একই শহরের বাসিন্দা।
সেখানেই ভীষণ ভালো লেগে যায় তাঁকে। ঢাকায় ফিরেও আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। দেখা হয় না, কিন্তু টেলিফোনে কথা হয় ও ফেসবুকে চ্যাট হয়। আমরা দুজনেই বুঝতে পারছি যে পরস্পরের প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়েছি আমরা। তিনি প্রায়ই আমাকে দেখা করার জন্য ডাকেন।
আমি নিজেকে বহু কষ্টে সামলে রাখি, কিন্তু আসলে মনকে বোঝাতে পারি না। মনে হয় তাঁর কাছে ছুটে চলে যাই। তাঁকে ছাড়া নিজের জীবনটা অপূর্ণ মনে হয়। কিন্তু আমরা কেউই নিজেদের সংসার ভাঙতে চাই না। আমি বুঝতে পারছি না কী করবো... "
পরামর্শ:
এটা সত্যি যে ভালোবাসা যখন-তখন হতে পারে, যে কারো সাথেই হতে পারে। কিন্তু যখন আপনি বিবাহিত, তখন কিছু দায়িত্বও যোগ হয় ভালোবাসার সাথে। বিয়ে মানে কেবল দুটি মানুষের সম্পর্ক নয়, দুটি পরিবারের মাঝেও সম্পর্ক। আপনার স্বামী তো খারাপ মানুষ নন, তিনি তো আপনার সাথে কোন অন্যায় করছেন না। তাহলে আপনি কেন পরকীয়ায় জড়িয়ে তাঁর সাথে অন্যায় করবেন?
আরও বড় ব্যাপার হচ্ছে, আপনি নিজেই লিখেছেন উক্ত ভদ্রলোক নিজের সংসার ছেড়ে আসতে চান না। তাহলে আপনি কীসের ভিত্তিতে বা কীসের আশায় তাঁর কাছে ছুটে যাবেন। এতে কেবল আপনার ও আপনার স্বামীর জীবন নষ্ট হবে, আপনার সংসার ভাঙবে, দুটি পরিবার কষ্ট হবে। এছাড়া কিন্তু আর কিছুই হবে না।
তাই সব দিক মিলিয়ে এই মরিচিকা সম্পর্কটি থেকে সরে আসাটাই আপনার জন্য মঙ্গলজনক মনে হচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তাঁর সাথে যোগাযোগের সমস্ত মাধ্যম ছিন্ন করুন। ফেসবুকে ব্লক করে দিন। ফোন নম্বর বদলে ফেলুন। তাঁর সাথে নিয়মিত সকল যোগাযোগ নষ্ট করে ফেলুন। "বন্ধু হয়ে থাকব"- এমন ভাবনা রাখবেন না। এতে কেবল সমস্যাই বাড়বে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান