ডেস্ক: সামরিক সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক মিত্রতায় সৌদি আরব এবং মিসরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে স্বাক্ষরিত হয়। ওই চুক্তিকে ‘কায়রো ঘোষণা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর আলজাজিরার।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সৌদির প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক বৈঠকের পর ওই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় মিসর।
মিসরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের মধ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি ছাড়াও আরবে সামরিক জোট গঠনে কাজ করবেন দুই নেতা।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানী ও পরিবহন খাতেও সহযোগিতা এবং বিনিয়োগ করবে দুই দেশ।
মিসরে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকেই তৎকালীন সেনাপ্রধান সিসি সরকারের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব। মিসরের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সম্প্রতি ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রস্তাবও দিয়েছে দেশটি।
ওদিকে মুরসির ইসলামপন্থী সরকারকে হটানোর পর সৌদির সঙ্গে আঞ্চলিক সম্পর্ক সূদৃঢ় করতে বিভিন্নভাবে তৎপর রয়েছে সিসি সরকারও। তারা ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নিয়েছে। এমনকি স্থল অভিযানের প্রয়োজন হলে তারা তাতেও অংশ নেবে বলে জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান